মেডিকেল সায়েন্স এ এই বিভাগটি নাক কান ও গলার বিভিন্ন সমস্যা ও রোগ এর চিকিৎসা নিয়ে কাজ এবং পর্যালোচনা করে। এছাড়াও মাথা ও ঘাড়। এর প্রথমাংশ এর রোগসমূহের নিরাময়ে কাজ করে। সাধারণত নাকের পলিপ, কানের শ্রবণশক্তি এবং মাথার খুলির ক্যান্সার, মাথা ও ঘাড় এর টিউমার এর অস্ত্রোপচার বা সার্জারি এই শাখার বিশেষ চিকিৎসাসেবা।
এই বিভাগের বিশেষজ্ঞদের ইএনটি স্পেশালিস্ট, ইএনটি ডক্টর বা ইএনটি সার্জন / Otorhinolarygologists বলা হয়। ENT বিভাগের চিকিৎসা ক্ষেত্র এবং রোগ সমূহ নিম্নোক্ত ভাগে ভাগ করা যায় :
Head and Neck oncology:
– মাথা ও ঘাড় এর ক্যান্সার
– মুখের ক্যাভিটি ,ফ্যারিংস ,ল্যারিংস এর কোষের ক্যান্সার
– থাইরয়েড ক্যান্সার
– মাথা ও ঘাড় এর অন্তঃক্ষরা গ্রন্থির সার্জারি
– খুলির বেজ সার্জারি
– লালা গ্রন্থি বা স্যালিভারি গ্রন্থি সার্জারি
Otology and Neurotology:
– মাথা ঘোরা সমস্যার চিকিৎসা
– শ্রবণশক্তি হারানো ও শ্রবণ সমস্যার চিকিৎসা
– কানের ভেতরের অংশের ও বাহিরের অংশের জ্বালাপোড়া
– কানের পর্দায় ছিদ্র
– ইনফেকশন
– কানে রক্তক্ষরণ
– দুর্ঘটনা , বিস্ফোরণ বা উচ্চ শব্দের কারণে কানের পর্দা ফেটে যাবার জন্য চিকিৎসা এবং
– কানের বিভিন্ন সার্জারি
Rhinology:
এই শাখাটির প্রধান বিষয় নাকের কার্যকরহীনতা,নাকের যে কোনো সমস্যা এবং সাইনাস এর রোগ ও তার প্রতিকার। নিম্নে এর অন্তর্গত সমস্যা সমূহ উল্লেখ করা হলো —
– নাকের ভেতরে কোন বাধা বা পলিপ
– তীব্র ও দীর্ঘকালীন সাইনুসাইটিস
– পরিবেশগত এলার্জি
– পিটুইটারি টিউমার
– খালি নাক সিনড্রোম *রায়্যুনিটিস
Laryngology:
এটি হলো সেই বিভাগ যেখানে ভোকাল বা কণ্ঠস্বর বা গলার বিভিন্ন অংশ এর রোগ ও তার সমাধান নিরুপন ও নিরাময় করা হয়।
এই শাখায় যেসব ত্রুটি নিয়ে করা হয় তা নিমরুপ :
– পর্যালোচনা বাকযন্ত্র তথা কথা বলার জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রতঙ্গের গঠন সমস্যা
– কথা বলতে না পারা, তোতলানো।
– কণ্ঠনালির ক্যান্সার।
– গলার টিউমার।
– গলগন্ড।
– ল্যারিং গিটিস।
– ভোকাল কর্ড নুডুলস সমস্যা।
এছাড়াও যেসব চিকিৎসা এর অন্তর্ভুক্ত :
– নাকের হাড় ভাঙা
– ম্যান্ডিবল বা চোয়াল ভাঙা
– সামনের সাইনাস
– উপরিউক্ত অঙ্গ সমূহের কোমল কোষের ক্ষতি
এমবিবিএস, বিসিএস, এমডি (নিউরো মেডিসিন) ব্রেন, নার্ভরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, (নিউরো মেডিসিন বিভাগ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য), এমডি(ইন্টারনাল মেডিসিন) (বিএসএমএমইউ)
ডাঃ মোঃ জসিম উদ্দীন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি (সাইকিয়াট্রি) বিএসএমএমইউ মানসিক, সেক্স, মাদকাসক্ত, স্নায়ুবিক রোগ বিশেষজ্ঞ ও মানসিক রোগ বিশেষজ্ঞ…