কার্ডিয়াক শব্দের অর্থ হৃদপিন্ড বা হার্ট। বিভাগটি হৃদপিণ্ডের তথা হার্টের বিভিন্ন রোগ এর সমস্যা এবং তার সমাধান বা প্রতিকার নিয়ে কাজ করে। এই শাখাটি মূলত হার্টের রক্তসঞ্চালন, হার্টের গঠন এবং তার সমস্যার চিকিৎসা সেবা দিয়ে থাকে।
কার্ডিওলজি বিভাগের অন্তর্গত রোগ ও সমস্যা সমূহের মাঝে প্রধান প্রধানগুলি হলো:-
– জন্মগত হৃদরোগ
– করোনারি ধমনী রোগ
– হার্ট ফেইলিউর
– হার্টের ভালভের ত্রুটি
– রক্ত সঞ্চালনের বিঘ্নতা
– হার্টের ব্যাথা ইত্যাদি।
হার্টের সমস্যাই যেসমস্ত চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে তার মধ্যে কয়েকটি হলো :
– ইলেক্ট্রোকার্ডিগ্রাম
– কার্ডিয়াক মনিটরিং
– কার্ডিয়াক স্ট্রেস টেস্টিং
– ইলেক্ট্রোফিজিয়োলজি
– ই.সি.জি এবং ই.টি.টি
– হার্টের অপারেশন
– হার্টের রিং প্রতিস্থাপন
– ঔষধ সেবন
– প্রতিরোধ অর্থাৎ, হৃদপিণ্ডের যাবতীয় কার্যগত সমস্যা ও ত্রুটির সমাধান বা প্রতিকার করাটাই কার্ডিওলজি বা হৃদরোগ বিভাগের কাজ।
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমএস (শিশু সার্জারী) অধ্যাপক ও বিভাগীয় প্রধান (শিশু সার্জারী বিভাগ) এবং অধ্যক্ষ রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী। রোগী…