গ্যাস্ট্রোএন্টারোলোজি এবং হেপাটোলজি (Gastroeterology & Hepatology):
গ্যাস্ট্রোএন্টারোলোজি বিভাগটির পরিপাকতন্ত্র এর বিভিন্ন সমস্যা ও রোগ এর চিকিৎসাসেবা দিয়ে থাকে। পরিপাকতন্ত্র হলো মুখগহব্বর থেকে শুরু করে পাকস্থলী, পরিপাকনালী হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত অংশসমূহের সমষ্টি। পরিপাকতন্ত্রের যেসব অংশ বিশেষভাবে উল্লেখ্য তা হলো :
– কিডনি
– পাকস্থলী
– অন্ত্র
– কোলন
– মলাশয়
– সিকাম
– এপেন্ডিক্স
হেপাটোলজি বিভাগের মূলত লিভার বা যকৃত, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, লালাগ্রন্থি ইত্যাদি অঙ্গ সমূহ এর চিকিৎসা অন্তর্ভুক্ত। গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং হেপাটোলজি বিভাগের উল্লেখযোগ্য চিকিৎসা সমূহ :
– গেস্ট্রো ইন্টেস্টাইনাল বা আন্ত্রিক রোগ এবং তার ক্যান্সার।
– গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্লিডিং বা রক্তক্ষরণ।
– লিভার সিরোসিস
– জন্ডিস
– প্যাকরিয়াস বা অগ্নাশয়ের বিভিন্ন সমস্যা ও রোগ।
– স্টমাক বা পাকস্থলীর ক্যান্সার।
– কোলন ক্যান্সার।
– এপেন্ডিক্স অপারেশন।
– গলব্লাডার অপারেশন।
– পেপটিক আলসার।
এমবিবিএস,এমএস (ইউরোলজি), এফসিপিএস(সার্জারী) এমআরসিএস (এডিন,ইউকে) ট্রেইন্ড ইন এডভান্স ল্যাপারোস্কপিক সার্জারী এন্ড ইউরোলজি (ইন্ডিয়া)
ডাঃ মোঃ মিজানুর রহমান (মিজান) এমবিবিএস (এসজেডএমসি) বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (অর্থো সার্জারী), এমএস (অর্থো সার্জারী) এফএসিএস (আমেরিকা), সিসিডি (বারডেম) মেম্বার…
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন) এমডি (নেফ্রোলজি)