নিউরোলজি শব্দটি neuro বা নিউরোন থেকে এসেছে যার অর্থ স্নায়ু। Neurology Department স্নায়ুর এবং মস্তিষ্কের গঠনগত সমস্যা এবং রোগ এর চিকিৎসা সেবা দিয়ে থাকে। এটি স্নায়ু সম্পর্কিত বিভিন্ন সমস্যা, স্নায়ুবৈকল্য, স্নায়বিক রোগ নির্ণয় ও তার প্রতিকার করে।
নিউরোলজি কেন্দ্রীয় স্নায়বিক প্রক্রিয়া বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও এর কার্যক্রম, কার্যপ্রক্রিয়া এবং তার স্বাভাবিক থেকে যেকোনো বিচুত্যির কারণ ও তার প্রতিকার নিয়ে কাজ করে। এছাড়াও পেরিফেরাল স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ ও স্নায়ু আবরণ, রক্তনালী, টিস্যুর সমস্যাও এই শাখার আওতাভুক্ত।
নিউরোলজি বিভাগের প্রধান ও উল্লেখ যোগ্য রোগ সমূহ :
– স্নায়ুবৈকল্য
– মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরন
– মাথাব্যথা
– স্ট্রোক
– ডিমনেশিয়া বা স্মৃতিবিলুপ্তি
– এপিলেপসি বা মৃগী রোগ
– আলঝেইমার্
– আটেইনশন ডিজঅর্ডার
– মস্তিষ্কের টিউমার
– মস্তিষ্কের ক্যান্সার
– পারকিনসন রোগ
– মাল্টিপল স্ক্লেরোসিস
– স্লিপিং ডিজঅর্ডার
– স্লিপিং প্যারালাইসিস
– নিউরোমাসকুলার রোগ
উপরিউক্ত রোগ সমূহের মাত্রা,রোগ এর প্রকোপ এবং ধরণের উপর ভিত্তি করে যেসব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয় তার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হলো–
– ঔষধ সেবন ও প্রয়োগ
– সাইকোথেরাপি
– ফিজিওথেরাপি
– অস্ত্রোপাচার বা সার্জারি
ডাঃ মোঃ মফিউর রহমান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (সার্জারি) জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন সহযোগী অধ্যাপক (সার্জারি) ও ইউনিট প্রধান রাজশাহী…
এমবিবিএস (এসএসএমসি) এফসিপিএস (সার্জারী) সহকারী অধ্যাপক
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন) অধ্যাপক (মেডিসিন বিভাগ) রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল,রাজশাহী। রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ২ঃ৩০মি.-রাত ৯টা, শুক্রবার বন্ধ।